আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া বন্দুক হামলার পর এবার পাকিস্তানের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে প্রবেশাধিকার ভারতে বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি।
ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুরোধে এই সিদ্ধান্ত নেয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বৃহস্পতিবার থেকে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ভারতে আর দেখা যাচ্ছে না।
পাকিস্তান সরকারের এই এক্স হ্যান্ডেল থেকে সাধারণত সরকারি বিবৃতি, উন্নয়ন প্রকল্প ও আন্তর্জাতিক বিষয়ে দেশের অবস্থান জানানো হয়। এতদিন তা ভারতে উন্মুক্ত থাকলেও এখন তা ব্লক করে দেওয়া হয়েছে।
এর আগে, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (CCS) এক জরুরি বৈঠকে বসে। বৈঠকটি চলে আড়াই ঘণ্টা। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দেন।
সম্পর্কের জটিলতা ও সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত সাহসী ওয়েব সিরিজ
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের সিদ্ধান্ত
ভারতের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটি জানায়, তারা ভারতের নাগরিকদের ভিসা স্থগিত করেছে, ভারতের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করছে এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।