Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আজ রোববার দেশটির পাঞ্জাব প্রদেশের আজাদ পত্তন শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পাঞ্জাব প্রদেশ সরকারের মুখপাত্র ফারুক আহমেদ বলেন, এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ছয়জন নারী ও এক শিশু রয়েছে।
আরেক মুখপাত্র মুহাম্মাদ উসমান গুজ্জার বলেন, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে গাড়িটি খাদে পড়ে গেছে।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ। ট্রাফিক নিয়ম-কানুন সঠিকভাবে না মানা এবং রাস্তার অবস্থা খারাপ হওয়ায় এই দুর্ঘটনাগুলো ঘটছে।
এর আগে গতকাল শনিবার ইরানে পাকিস্তানি তীর্থযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারালে ২৮ জন নিহত হন। বাসটিতে ৫১ জন যাত্রী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।