পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফের দুই ছেলে

হাসান নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ফিরে আসছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দুই ছেলে হাসান এবং হুসেইন নওয়াজ। আগামী ১২ মার্চ তাদের দেশে ফেরার কথা বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

হাসান নওয়াজ

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নওয়াজ শরীফের বড় ছেলে হুসাইন নওয়াজ একজন ব্যবসায়ী এবং তিনি সৌদি আরবে জেদ্দার বাড়িতে বসবাস করেন। আর ছোট ছেলে হাসান নওয়াজও একজন ব্যবসায়ী এবং তিনি লন্ডনে বসবাস করেন।

পাকিস্তানে ফিরে তারা অ্যাকাউন্টিবিলিটি কোর্টে হাজির হবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী কাজী মিসবাহ। তিনি বলেন, আগামী ১২ মার্চ তারা দেশে ফিরে আসবেন এবং আদালতে হাজিরা দেবেন।

হাসান ও হুসেইনের বিরুদ্ধে তোশাখানার পণ্যের অবৈধ ব্যবহার নিয়ে মামলা চলছে। ২০১৭ তাদের তলব করেছিল অ্যাকাউন্টিবিলিটি আদালত।

রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

২০২৩ সালে চার বছর যুক্তরাজ্যে নির্বাসনে থাকার পর দেশে ফেরেন পিএমএল-এন প্রধান নওয়াজ। তার বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগে মামলা চলছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের পর আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নওয়াজ। এবার শোনা গেল তার ছেলেরাও ফিরে আসছেন।