আন্তর্জাতিক ডেস্ক : ভয়ঙ্কর সঙ্কটের মুখে পড়েছে পাকিস্তান। সে দেশের জাতীয় তথ্য ও প্রযুক্তি বোর্ডের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে, তাতে বলা হয়েছে যে কোনও সময় বন্ধ করে দেওয়া হতে পারে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।
গোটা পাকিস্তানের মোবাইল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি সে কথা টুইটার মারফত জানিয়ে দিয়েছে পাকিস্তানের সংশ্লিষ্ট দফতরও।
টুইটারে দফতরের পক্ষ থেকে লেখা হয়েছে, পাকিস্তানের টেলিকম অপরেটরদের বলা হয়েছে, দেশে প্রবল বিদ্যুৎ ঘাটতির কারণে যখন তখন বন্ধ করা হতে পারে সমস্ত রকম মোবাইল পরিষেবাই। কারণ, বিদ্যুতের ঘাটতির জন্য টান পড়তে পারে পরিষেবায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, সে দেশের এলএনজি গ্যাস পরিষেবার ব্যঘাত তৈরি হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই। যদিও পাকিস্তান সরকার সে বিষয়টির সমাধান করতে চেষ্টা করছে।
পাকিস্তান ক্রমাগত একটি শক্তি সংকটে ভুগছে, কারণ সে দেশে নির্দিষ্ট করে এলএনজি পরিষেবার বিষয়ে একটি চুক্তি করতে পারেনি। যদিও সে দেশের জোট সরকার বলেছে, চুক্তি স্বার্থক করা চেষ্টা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।