বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই খবর ছড়িয়েছিল, শাহরুখ খান পুত্র আরিয়ান খানের প্রেমে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী। আরিয়ানের সাম্প্রতিক বিজ্ঞাপনী ফটোশুট দেখেই নাকি তারকা সন্তানকে মন দিয়ে বসেছেন তিনি। এরপরেই জল্পনা তুঙ্গে উঠেছে, পাকিস্তানের জামাই হতে চলেছেন আরিয়ান। এর মাঝে আবার সে দেশেই নিজের যমজকে খুঁজে পেলেন শাহরুখ কন্যা সুহানা খান।
কি চমকে গেলেন? শাহরুখের তো তিন ছেলেমেয়ে। সুহানার আবার যমজ এল কোত্থেকে? তা আবার পাকিস্তানে! আসলে ইনি দেখতেই শুধু সুহানার যমজ। আসলে দুজনের মধ্যে অন্য কোনো যোগসূত্রই নেই। দুবাই গিয়েই নিজের ‘হামশকল’ এর সাক্ষাৎ পেয়েছেন সুহানা। তুলে নিয়েছেন ছবিও।
সুহানার যমজের নাম বরিহা। পাকিস্তান নিবাসী বরিহার পেশা, তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সুহানার সঙ্গে অদ্ভূত মিলের জন্য তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। সুহানা এবং মা গৌরি খান এই মুহূর্তে দুবাইতে রয়েছেন। ছুটি কাটাতে গিয়েছেন সেখানে। অন্যদিকে বরিহাও সেই মুহূর্তেই ছিলেন দুবাইতে।
চোখের সামনে সুহানাকে দেখে সুযোগ নষ্ট করেননি বরিহা। পাশে দাঁড়িয়ে ছবিও তুলে নিয়েছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বরিহা লিখেছেন, ‘অবশেষে আমার যমজ সুহানা খানের সঙ্গে পরিচয় হল। যারা ওঁর ছবি আমাকে পাঠাতে থাকেন, তাদের সবার জন্য পাশাপাশি দাঁড়িয়ে ছবি, তুলনা করার জন্য।’
দুই যমজকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। একজন লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না। অবশেষে দুই বোনের মিলন হল। আবার কেউ লিখেছেন, কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দুই বোন। অনেকে আবার দাবি করেছেন, পাশাপাশি দাঁড়াতেই বোঝা যাচ্ছে, দুজনেথ মধ্যে ১ শতাংশও মিল নেই। যমজ তো অনেক দূরের কথা।
প্রসঙ্গত, আগামীতে ‘দ্য আর্চিস’ ছবির হাত ধরে বলিউডে পা রাখবেন সুহানা। ছবিতে আর্চির ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা আর ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে। নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel