আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এবারের রমজান মাস ২৯ দিনের হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসল্লিরা ৩০টি রোজা পূর্ণ করেছেন। কিন্তু পাকিস্তানের মুসল্লিরা ২৯টি রোজা রেখেই ঈদ পালন করতে পারেন।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর মঙ্গলবার সর্বশেষ আপডেটে জানিয়েছে, আজই চাঁদ দেখা যাবে।
সংস্থাটি বলেছে, গতকাল সোমবার রাত ১১টা ২১ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হয়। ফলে আজ মঙ্গলবার সন্ধ্যার পর চাঁদটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা।
আবহাওয়া অফিস আরও বলেছে, সূর্যাস্তের পর চাঁদটি ৫০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকবে। অর্থাৎ এটি খুব সহজেই খালি চোখে দেখা যাবে।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের পশ্চিম আকাশ আজ সন্ধ্যায় পরিষ্কার থাকবে। তবে উত্তরাঞ্চলের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে।
গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। তবে সন্ধ্যার পর সৌদির চাঁদ দেখা কর্তৃপক্ষ জানায়, দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে এবার রজমান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে পাকিস্তানের মতো আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি। বাংলাদেশে গত ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। ঠিক একই দিনে পাকিস্তানেও মহিমান্বিত এ মাস শুরু হয়েছিল। ফলে আজ বাংলাদেশ ও পাকিস্তানে ২৯তম রোজা চলছে।
যদি পাকিস্তানে ২৯ রোজা হয় তাহলে বাংলাদেশের মুসল্লিরা কতগুলো রোজা রাখার সুযোগ পাবেন সেটি পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যার পরই।
সূত্র: জিও টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।