স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায় নিয়মিত অধিনায়ক বাবর আজম, তারকা ব্যাটসম্যান ফখর জামান ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিসহ বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শাদাব খানকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯২/৯ রানে ইনিংস গুটায় পাকিস্তান।
টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় আফগানিস্তান। এই জয়ের মধ্য দিয়ে প্রতিবেশী শক্তিশালী পাকিস্তানকে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে হারাল আফগানরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।