পাকিস্তানের বল দিয়ে বিশ্বকাপে খেলবেন মেসি-নেইমাররা

মেসি-নেইমাররা

স্পোর্টস ডেস্ক : আজ থেকে ঠিক ১৫০ দিন পর পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। আগামী ২১ নভেম্বর শুরু হতে যাও বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরটি বসছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আসন্ন এই বিশ্বকাপে মেসি-রোনালদো-নেইমাররা খেলবেন আল রিহলা নামক ফুটবল দিয়ে। এই বলগুলো তৈরি করছে পাকিস্তান।

মেসি-নেইমাররা

পাকিস্তানের শিয়ালকোটে ‘আল রিহলা’ নামে ওই বলগুলো তৈরি হচ্ছে। সোমবার (২০ জুন) পাকিস্তানের সরকারি সংবাদ সংস্থা এপিপি’র সূত্রে ডন এই খবর নিশ্চিত করে।

এর আগেও অন্তত তিনবার ফিফা ফুটবল বিশ্বকাপে শিয়ালকোর্টের ফরোয়ার্ড স্পোর্টস ব্র্যান্ডের ফুটবল ব্যবহৃত হয়েছে। আসন্ন বিশ্বকাপের জন্য তৈরি ফুটবলের ডিজাইনে কাতারের সংস্কৃতি প্রতিফলিত হয়েছে।

শিয়ালকোর্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি বলেছেন, শিয়ালকোর্টের এক কারখানায় বানানো হয় এই ফুটবলগুলো, যা আনুষ্ঠানিকভাবে ফিফা বিশ্বকাপে ব্যবহার করা হবে। তার মতে, এই কারণে বিশ্বজুড়ে পাকিস্তানের এই শহরের মর্যাদা বেড়ে যাবে বহুগুণে।

ঐশ্বরিয়ার সাথে অমিতাভের সম্পর্ক নিয়ে যা বললেন জয়া বচ্চন

বল তৈরিতে ব্যবহৃত হয়েছে আবহাওয়া উপযোগী পুনর্ব্যবহারযোগ্য উপাদান ও পরিবেশবান্ধব পানিভিত্তিক কেমিক্যাল। প্রস্তুতকারকরা জানান, এই বল ২০টি প্যানেলের সমন্বয়ে গঠিত। একইসঙ্গে এটিকে পৃথিবীর অন্যতম সেরা ফুটবল আখ্যায়িত করা হচ্ছে।