Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের
    আন্তর্জাতিক

    ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

    Saiful IslamFebruary 7, 20253 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন, কাশ্মীরের জন্য যদি ১০টি যুদ্ধও করতে হয়, তবে পাকিস্তান তা করতে প্রস্তুত। গত বুধবার পাকিস্তানভুক্ত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন।

    Pak Army Chief

    পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফফরাবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘দেশের সাময়িক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায়সংগত ও বৈধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে।’

    আসিম মুনির বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে, যদি আরও ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে পাকিস্তান তা করবে।’ তিনি আরও বলেন, ‘ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না।’

    কাশ্মীরকে পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ বা জীবনীশক্তি আখ্যা দিয়ে জেনারেল আসিম মুনির বলেন, ‘যদি জুগুলার ভেইন কাটা যায়, তবে মৃত্যু অনিবার্য। কাশ্মীর আমাদের জীবন। কোনো সন্দেহ নেই, একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে—এটাই কাশ্মীরি জনগণের ভাগ্য।’

    পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘ভারতের দমন-পীড়ন ও ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামকে আরও দৃঢ় করেছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বে ক্ষমতাবানদের কণ্ঠস্বরই শোনা হয়, আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ।’

    সেনাপ্রধান বলেন, ‘পাকিস্তান উন্নতির পথে রয়েছে এবং যারা বলছে দেশ দেউলিয়া হয়ে যাবে, তারা মিথ্যা বলছে। মাত্র এক বছরের অর্থনৈতিক উন্নতিতে পাকিস্তান আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ও বিশ্বব্যাংককেও বিস্মিত করেছে।’

    তিনি উল্লেখ করেন, পাকিস্তানের বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে। দেশটির ৪৮ বিলিয়ন ডলারের গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এবং ৭ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে। এ সময় তিনি বলেন, ‘এত মূল্যবান প্রাকৃতিক সম্পদ থাকলে কোনো দেশ কখনো দেউলিয়া হতে পারে না।’

    জেনারেল আসিম প্রবীণ ও অভিজ্ঞ কাশ্মীরিদের জানান, তিনি আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) নীলম উপত্যকা, চকোঠি ও পান্ডুর মতো মনোরম এলাকায় তাঁর সামরিক ক্যারিয়ারের কিছু সময় অতিবাহিত করেছেন। তিনি বলেন, তিনি এজেকেতে পর্যটন খাতের বিকাশে আগ্রহী।

    তিনি পাকিস্তানিদের আহ্বান জানান, তারা যেন ওই অঞ্চলে বিনিয়োগ করে এবং স্থানীয়রা পর্যটন খাতে সেবা প্রদান করে জীবিকা নির্বাহ করতে পারে। তিনি জানান, সরকার স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে শিগগির এই অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু হবে।

    মুজাফফরাবাদ সফরে জেনারেল আসিম কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তথা আইএসপিআরের তথ্য অনুযায়ী, আজাদ কাশ্মীরের রাজধানীতে পৌঁছালে সেখানে তাঁকে রাওয়ালপিন্ডি কোর কমান্ডার স্বাগত জানান।

    সেনাপ্রধান পাকিস্তানি সেনাদের উচ্চ মনোবল ও সতর্কতার প্রশংসা করে বলেন, যেকোনো শত্রুপক্ষের উসকানির মোকাবিলায় সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। সেনাপ্রধান পুনর্ব্যক্ত করেন যে, যেকোনো ধরনের আগ্রাসনের জবাব সব সময়ই দেওয়া হবে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক পাকিস্তানের ভারতকে যুদ্ধের সেনাপ্রধানের হুমকি
    Related Posts
    বাহরাইনের গোল্ডেন ভিসা

    বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে দারুণ সুবিধা

    July 14, 2025
    জেদ্দায়

    করাচি যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইটে উঠলেন যাত্রী, বিমান গেলো জেদ্দায়

    July 14, 2025
    Girls-

    জন্ম থেকেই যুবতীর ২টি যো নিপথ, ফাঁস করলেন সুবিধা ও অসুবিধার কথা

    July 14, 2025
    সর্বশেষ খবর
    মৌলিক দক্ষতা

    প্রত্যেক আন্তর্জাতিক শিক্ষার্থীর এই ১০ মৌলিক দক্ষতা থাকা জরুরি

    নাসির-তামিমা

    নিজেদের নির্দোষ দাবি করে আদালতে ন্যায়বিচার চাইলেন নাসির-তামিমা

    বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা

    বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে কানাডাকে অনুরোধ

    ফিফা ক্লাব বিশ্বকাপ

    ফিফা ক্লাব বিশ্বকাপে কে কত প্রাইজমানি পেল?

    বাহরাইনের গোল্ডেন ভিসা

    বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে দারুণ সুবিধা

    বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য

    বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সংকুচিত হচ্ছে বৈশ্বিক ভ্রমণ সুযোগ

    হৃতিক

    ‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক, উন্মাদনা তুঙ্গে

    স্কলারশিপ পাওয়ার নিয়ম

    স্কলারশিপ পাওয়ার নিয়ম: সাফল্যের পথে আপনার অবিস্মরণীয় যাত্রা

    জেদ্দায়

    করাচি যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইটে উঠলেন যাত্রী, বিমান গেলো জেদ্দায়

    আনুশকা

    বর্তমানে আমার জীবনে বিশেষ কেউ নেই : আনুশকা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.