আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে সাক্ষাৎ করেছেন চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির চেয়ারম্যান লু জিয়াওহুই।
বৃহস্পতিবার (৬ জুন) ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীন সফরকালে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী কৌশলগত আস্থা এবং ব্যবহারিক সহযোগিতার আরো উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
এ বিষয়ে লু জিয়াওহুই বলেন, ‘স্যাটেলাইট মিশনের মাধ্যমে পাকিস্তান-চীন বন্ধুত্ব এখন মহাকাশে পৌঁছেছে।’
পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, লু জিয়াওহুই শুধু চীনের রাষ্ট্রদূত নন, বরং পাকিস্তানের সবচেয়ে ভালো বন্ধু। পাকিস্তান চীনের উন্নয়ন মডেল থেকে উপকৃত হতে চায়।
শাহবাজ শরিফ আরো বলেন, পাকিস্তানে বসবাসরত চীনাদের নিরাপত্তা পাকিস্তান সরকারের সর্বোচ্চ অধিকার এবং চীনারা এমএল-১ আপগ্রেড করার প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক।
-ডেইলি জংগ অবলম্বনে ইমাম হুসাইনের অনুবাদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।