স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সে উপলক্ষে দুদিন পর পাকিস্তান দলের ভারতগামী উড়োজাহাজে চড়ার কথা। তার দুদিন পর প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতি ম্যাচ। কিন্তু সেসব দিয়ে মনোযোগ দেবে কী, পাকিস্তান দল এখনো ভারতে যেতে পারবে কি না তা নিয়েই সংশয়ে।
আজ সোমবারও ভারতের ভিসা পায়নি পাকিস্তান দল। এ নিয়ে কদিন ধরেই তো দৌড়ঝাঁপ চলছে, আজও ভিসা না পাওয়া বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড লিখিতভাবে নালিশ জানিয়েছে আইসিসির কাছে।
আইসিসির কাছে লিখিত বক্তব্যে পাকিস্তানের বোর্ড (পিসিবি) তাদের শঙ্কার কথা জানিয়েছে, পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের ক্ষেত্রে যে ‘হোস্ট-মেম্বার অ্যাগ্রিমেন্ট’ আছে সেটির প্রসঙ্গ টেনে এনেছে।
‘তিন বছর ধরে আমরা এ ব্যাপারে (ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তানের খেলতে যাওয়া নিয়ে) আওয়াজ তুলে আসছি, কিন্তু কেউ আমাদের সমস্যার দিকে মনোযোগ দেয়নি। এখন অবস্থা এমন জায়গায় গেছে যে আমরা এখনো ভিসাই পাচ্ছি না’ – আইসিসিকে লিখেছে পিসিবি।
The PCB has expressed its displeasure to the ICC over the delay in the Pakistan team obtaining visas for travel to India for the World Cup. The team is scheduled to fly out early morning on Wednesday
▶️ https://t.co/qJWsblYCtr #CWC23 pic.twitter.com/ZydMAityGM
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 25, 2023
তাদের এ ঝামেলায় পড়ার পেছনে স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করছে পিসিবি। আইসিসির কাছে পাঠানো চিঠিতে তা-ই লিখেছে, ‘আমাদের এই সংশয়াচ্ছন্ন অবস্থায় পড়তে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে। আমাদের (ভারতের উদ্দেশে উড়াল দেয়ার আগে) দুবাইয়ে দুই দিন থাকার কথা ছিল, কিন্তু এই ভিসার ঝামেলার কারণে সে সফরের পরিকল্পনা বাদ দিতে হয়েছে।’
বারেবারে পিসিবিকে কথা দিয়েও সেটা রাখছে না ভারত, এমনই অভিযোগ পাকিস্তানের বোর্ডের, ‘আমরা যখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদের জানিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দিয়ে দেয়া হবে। অথচ এখন একেকটি দিন যায় আর আমাদের সংশয়াচ্ছন্ন পরিস্থিতি আরও ঘোলাটে হয়। সবাই এ নিয়ে দুশ্চিন্তায় আছে।’
পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানাচ্ছে, আজই ভারতের ভিসা পাওয়ার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু আজ সোমবার পাকিস্তানে ভারতের দূতাবাস বন্ধ হওয়ার সময় পর্যন্ত ভিসা পায়নি পাকিস্তান।
আগামী বুধবার দুবাই হয়ে ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেয়ার কথা পাকিস্তান দলের। আইসিসি আয়োজিত যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল, সেখানে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ২৯ সেপ্টেম্বর, হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।