স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে পাকিস্তান। যেখানে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানের আগেই ৪ উইকেট হারিয়েছে মেন ইন গ্রিনরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৯.২ ওভারে ৪ উইকেটে ৭৭ রান।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করে ভারত। এ ম্যাচে কোহলি ১২২ ও ১১১ রানে অপরাজিত ছিলেন রাহুল। এতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৭ রান।
ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করে পাকিস্তান। মেন ইন গ্রিনদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ফখর জামান ও ইমাম-উল-হক।
ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন ফখর ও ইমাম। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন ইমাম (৮)। অন্যদিকে, রানের খাতা খুলতে ১২ বল খেলতে হয়েছে ফখরকে।
ইমামের বিদায়ে উইকেটে আসেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে তিনিও দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরেন। পান্ডিয়ার বলে বোল্ড হওয়ার আগে ১০ রান করেন এ ডানহাতি ব্যাটার।
এরপর বাইশ গজে আসেন মোহাম্মদ রিজওয়ান। বৃষ্টির পর মাঠে নেমেই শার্দুল ঠাকুরের বলে উইকেট বিলিয়ে দেন তিনি। ম্যাচের ১২তম ওভার শার্দুলের লেংথ বলে ব্যাটের কানায় লেগে রাহুলের তালুবন্দী হন রিজওয়ান (২)।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে পাকিস্তান। দলের হাল ধরতে ক্রিজে আসেন সালমান আলী। তাকে সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ব্যর্থ হন পাক ওপেনার ফখর।
ম্যাচের ২০তম ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবের বলে বোল্ড হন ফখর। বোল্ড হওয়ার আগে ৫০ বলে ২৭ রান করেন তিনি।
তার বিদায়ে উইকেটে আসেন ইফতিখার আহমেদ। তাকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন সালমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



