বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল পাকিস্তান

টেস্ট সিরিজ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার নিশ্চিত করেছে বাংলাদেশ টেস্ট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চারদিন আগেই পৌঁছাবে। রাওয়ালপিন্ডি ও করাচিতে অনুষ্ঠেয় সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট মঙ্গলবার পাকিস্তান পৌঁছাবেন শান্তরা।

টেস্ট সিরিজ

আগের সূচী অনুযায়ী আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা বিবেচনা করে সূচি বদলানো হয়েছে।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হবে। আর করাচিতে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩০ আগস্ট। সফর নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(বিসিবি) অনুরোধ করে আগেই দল পাঠিয়ে দিতে যাতে টেস্ট স্কোয়াড পাকিস্তানেই অনুশীলন সারতে পারে।

বিসিবি সে প্রস্তাবে রাজি হয়েছে। বাংলাদেশ দল আগামী মঙ্গলবার লাহোরে নামবে। ১৪ থেকে ১৬ আগস্ট গাদ্দাফী স্টেডিয়ামে অনুশীলন করবেন শান্তরা। তারপর ১৭ আগস্ট ইসলামাবাদে গিয়ে শেখানে আবার তিনদিনের অনুশীলন পর্ব।

বিসিবি এভাবে অনুশীলন করার সুযোগ করে দেওয়ায় পিসিবির প্রতি কৃতজ্ঞ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘পাকিস্তানে বাংলাদেশ দলকে বাড়তি কদিন অনুশীলন করার সুযোগ করে দেওয়ায় পিসিবিকে ধন্যবাদ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভালো প্রস্তুতি নিতে এটা সাহায্য করবে।’

পিসিবির প্রধান নির্বাহী সালাম নাসের বলেছেন, ‘বিসিবি আমাদের প্রস্তাব গ্রহণ করায় আমরা খুবই খুশি। ১৩ আগস্ট লাহোরে বাংলাদেশকে দলকে স্বাগত জানাতে অপেক্ষায় আছি। খেলা তো শুধু জয় বা হারের বিষয় না, এটা বন্ধুত্বেরও ব্যাপার। আমি নিশ্চিত লাহোরে বাড়তি অনুশীলন সেশন তাদের সেরা দক্ষতা ও প্রতিভা দেখাতে সাহায্য করবে।’

বিসিবিতে পরিবর্তন দেখতে চান ক্রিকেটাররা

২০২০ সালের পর পাকিস্তানে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছে বাংলাদেশ। সেবার তিনটি টি-টোয়েন্টির সঙ্গে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। একমাত্র টেস্টে নাসিম শাহ সবচেয়ে কমবয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন। করোনার কারণে অন্য টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে যেতে পারেনি বাংলাদেশ।

তবে ২০২৩ এশিয়া কাপে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।