স্পোর্টস ডেস্ক : বৃষ্টিভাগ্য বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রেখেছে পাকিস্তানের। তার সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুলেছিলেন ওপেনার ফখর জামান। এই দুয়ের মিশেলে ৪০১ রান করা সত্ত্বেও নিউজিল্যান্ড ডিএল মেথডে ২১ রানে হেরে যায়। এমন জয় পেলেও সেমিতে উঠতে কিছু হিসাব মেলাতে হচ্ছে বাবর আজমদের। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। সেখানে জয় ছাড়াও পাকিস্তানকে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।
এখনও পর্যন্ত বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে দু’টি দল। ৭ ম্যাচের সবকটিতে জয় নিয়ে শীর্ষে রয়েছে ভারত। একটি কম জিতে দক্ষিণ আফ্রিকা দুইয়ে রয়েছে। এই দুটি দল বাদে আর কেউ এখনও সেমিফাইনালে উঠতে পারেনি। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদের সামনে আরও দুটি ম্যাচ রয়েছে। সে হিসেবে তাদের একটি ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ড ও পাকিস্তানের সমান পয়েন্ট ৮ করে। নেট রানরেটে এগিয়ে থাকায় চার নম্বরে রয়েছে কিউইরা।
গতকালের (শনিবার) ম্যাচ জেতার পর পাকিস্তানের পয়েন্ট ৮ ম্যাচে ৮। পয়েন্টের বিচারে তারা নিউজিল্যান্ডকে ধরে ফেলেছে। সঙ্গে বেড়েছে নেট রানরেটও (০.০৩৬)। তাদের বাকি আর একটি ম্যাচ। ১১ নভেম্বর কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে পাকিস্তান শেষ করবে ১০ পয়েন্টে। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেলে তখন সমান পয়েন্ট পাবে নিউজিল্যান্ডও। এরপর নেট রানরেট দেখা হবে।
পাকিস্তান-নিউজিল্যান্ডের সমীকরণ
আগামী ৯ নভেম্বর নিউজিল্যান্ড শেষ ম্যাচ খেলবে লঙ্কানদের সঙ্গে। আরও দুদিন (১১ নভেম্বর) পর পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাবরদের ম্যাচটি পরে হওয়ায় তারা নির্দিষ্ট অঙ্ক মেলানোর হিসাব মাথায় নিয়ে নামার সুযোগ রয়েছে। সেই হিসাব মতে— নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে পাকিস্তানের দরজা পরিষ্কার। কিন্তু নিউজিল্যান্ড যদি ১ রানেও জয় পায়, তাহলে পাকিস্তানকে ইংলিশদের বিপক্ষে জিততে হবে ১৩১ রানে। অর্থাৎ, কিউইদের জয় পাওয়া রানসংখ্যার চেয়ে ১৩০ রান বেশি ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।
Pakistan’s best scenario to qualify for the semis is:
Pakistan beat England
Sri Lanka beat New Zealand
AFG lose one game & their NRR stay lowIf it's a tie on NRR with NZ
Pakistan will need to beat England by approx. 130 runs (that's assuming NZ beat SL by 1 run).
— Mazher Arshad (@MazherArshad) November 4, 2023
বাগড়া দিতে পারে আফগানিস্তান
আফগানিস্তান চার জয় নিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সমান ৮ পয়েন্ট পেয়েছে। তবে তাদের সামনে রয়েছে দুই ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যেখানে তারা জিততে পারবে না বলেই মনে করছেন অনেকে। আর তেমনটা হলে পাকিস্তানের জন্যই সুবিধা। কিন্তু আফগানদের সাম্প্রতিক ফর্মও মাথায় রাখতে হবে বাবরদের, যদি দুটি ম্যাচেই হাশমতউল্লাহ শহিদীর দল জিতে যায় তাহলে ছিটকে যেতে পারে নিউজিল্যান্ডও।
তাই পাকিস্তান-নিউজিল্যান্ড উভয় দলকেই আফগানিস্তানের ম্যাচের দিকেও নজর রাখতে হবে। আফগানিস্তান অন্তত এক ম্যাচ হারলে তাদের সমীকরণ প্রায় শেষ। সেমিতে খেলা হবে না রশিদ-মুজিবদের! বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বের শেষ দুই ম্যাচে আফগানরা ৭ নভেম্বর অস্ট্রেলিয়া ও ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।