বিনোদন ডেস্ক: খেলার মাঠ থেকে শুরু করে পর্দা কাঁপানো অভিনেতা-অভিনেত্রী কিংবা সংগীত শিল্পীর বড় অংশ প্রকাশ্যেই ইমরানের পক্ষ নিয়েছেন। তাদের অভিমত পাক জনগোষ্ঠীর জন্য ইমরান খানকেই দরকার।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ।
এই চলতি সংকটে দেশটির তারকা মুখের অধিকাংশই চায় ইমরান খান ক্ষমতায় পুনর্বহাল থাকুক। এ তালিকা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অভিনেত্রী সায়রা ইউসুফ বলছে, পাকিস্তানের অবশ্যই জন্য দুঃখের দিন। তোমার সাথে আছি স্কিপার (ইমরান)।
সমর্থন জানিয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী কুরাতুলাইন বেলুচ। বেলুচ বলছেন,আমরা কি বাইরে বেরিয়ে আসতে পারি না? এই সিদ্ধান্ত অস্বীকার করতে পারি না? আমি ইমরানের পক্ষে দাঁড়ালাম আমার নিজের জন্য, তোমরা তোমাদের জন্য দাঁড়াও।
অভিনেতা শান শহীদ বলছেন, আপনার জার্নির প্রধানমন্ত্রী অংশটুকু ১ম পর্ব, মহান নেতা হিসেবে ২য় পর্ব এখন থেকে শুরু হলো। হাল ছাড়বেন না। পাকিস্তান থেকে মুখ সরাবেন না।
অভিনেতা হারুন শহীদ ইমরানকে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। তিনি মনে করেন এই যুদ্ধের শেষ নেই। পাকিস্তান ও ইমরানের দীর্ঘায়ু কামনা করেন।
এ তালিকায় আরও আছে মাহিরা খান, আদনান সিদ্দীকি, আহমেদ আলী বাট, সাবা কামার, বিলাল মাক্সুদ, মায়া আলি, যাইদ আলি, শাহভীর জাফরিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।