আন্তর্জাতিক ডেস্ক : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। ভারতের এই ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে কটাক্ষ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ভারতের এই আক্রমণের যথাযথ জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তার দাবি, পাক সেনার পাল্টা গুলিতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে, যার মধ্যে তিনটি রাফাল।
মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শাহবাজের উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এরপর সংসদে বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী জানান, পাক সেনা যোগ্যভাবে ভারতের মোকাবিলা করেছে। তিনি বলেন, “গত রাতে ভারতের ৮০টি যুদ্ধবিমান পাকিস্তানের ছয়টি শহরকে লক্ষ্য করেছিল। কিন্তু আমরা প্রস্তুত ছিলাম।”
শাহবাজ আরও বলেন, “কয়েক দিন আগেও ভারত রাফাল বিমান নিয়ে অহংকার করছিল। কিন্তু আমাদের সেনা তাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয়। তাদের পিছু হটতে বাধ্য করা হয়েছে। আমরা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি, যার মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভাতিন্দায় ভেঙে পড়েছে।”
পাক প্রধানমন্ত্রী আরও দাবি করেন, পহেলগাঁওয়ের হামলায় পাকিস্তানকে প্রমাণ ছাড়া দায়ী করা হচ্ছে। কিন্তু জাফরাবাদে ট্রেন অপহরণের ঘটনায় ভারতের সরাসরি জড়িত থাকার অকাট্য প্রমাণ রয়েছে পাকিস্তানের হাতে।
সবশেষে, ভারতের হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দল ও নেতাদের ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।