জুমবাংলা ডেস্ক :আজকাল সরকারি হোক কিংবা বেসরকারি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরী। জেনারেল নলেজের উপর ভিত্তি করেই এইসব পরীক্ষাতে প্রার্থীদের বাছাই করা হয়। কৌতূহলবসত বহু মানুষ এই ধরনের প্রশ্ন করতে পছন্দ করেন। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে অবশ্যই প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে বসতে হবে। এই ধরনের পরীক্ষাতে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের প্রশ্ন ধরা হয়। সাধারণত ইন্টারভিউররা আপনার জেনারেল নলেজের জ্ঞানের উপরে অবশ্যই নজর রাখবেন।
সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়লে কি বিষয় জানা যাবে? নানা জানা অজানা প্রশ্ন এর সংমিশ্রণ হল সাধারণ জ্ঞান কিংবা জেনারেল নলেজের প্রশ্নগুলো। এছাড়াও থাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। যদি সাধারণ জ্ঞান সম্পর্কে আপনার ধারণা স্বচ্ছ না হয় তাহলে হাতের নাগালে আসা সরকারি চাকরিতে হয়তো ফসকে যেতে পারে। এই ধরনের প্রশ্নগুলো সত্যিই খুব আকর্ষণীয় ও মজাদার হয়ে থাকে। এছাড়া ইন্টারনেটের যুগে আজকাল বই না পড়ে সোশ্যাল মিডিয়ার সহায়তায় বহু অজানা প্রশ্নের উত্তর পাওয়া যায়।
তাই সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি আপনি না পড়েন লোকসান কিন্তু আপনারই হবে। বহু অজানা তথ্য আপনার জানা হবে না। নিজের জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে অবশ্যই এই ধরনের প্রশ্ন পড়া উচিত। যেমন জেনারেল নলেজ সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে আপনি জানতে পারবেন কিভাবে পাকিস্তান ভারতের মধ্যেই অবস্থিত। এটি বাদেও থাকবে বহু অজানা প্রশ্নের উত্তর।
১. প্রশ্নঃ পৃথিবীর একমাত্র কোন প্রাণী যে লাফাতে পারে না?
উত্তরঃ হাতি।
২. প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক জেলা রয়েছে?
উত্তরঃ উত্তরপ্রদেশে ৭৫টি।
৩. প্রশ্নঃ কোন গ্রামের মানুষ পাখির ভাষায় কথা বলে?
উত্তরঃ তুরস্কের কুসকয় (Kuscay) নামক গ্রামটিতে পাখির ডাকে কথা বলা হয়।
৪. প্রশ্নঃ রূপোলী শহর বলা হয় ভারতের কোন শহরকে?
উত্তরঃ ওড়িশার কটক শহরকে।
৫. প্রশ্নঃ কোন দেশটি একদিনেরও কম সময়ে হেঁটে ঘুরে ফেলা যায়?
উত্তরঃ লিচটেনস্টাইন (Liechtenstein), যার আয়তন ১৬০ বর্গ কিলোমিটার। (মধ্য ইউরোপের একটি ক্ষুদ্র দেশ)।
৬. প্রশ্নঃ ভারতবর্ষের সবচেয়ে বড় রেল জংশন কোনটি?
উত্তরঃ মথুরা জংশন (Mathura Junction) হলো দেশের সবচেয়ে বড় রেল জংশন, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল।
৭. প্রশ্নঃ ভারতের কোন শহরটি হলুদ নামে পরিচিত?
উত্তরঃ রাজস্থানের জয়সলমীর।
৮. প্রশ্নঃ ভারতের প্রথম রেললাইন পাতা শুরু হয়েছিল কবে?
উত্তরঃ ১৮৪৭ সালের ২১ আগস্ট।
৯. প্রশ্নঃ ভারতের কোন গ্রামে জুতো পড়ে ঢোকা নিষেধ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশের গ্রাম ভেমানা ইন্দলু।
১০. প্রশ্নঃ মহাত্মা গান্ধী দেশের কোন শহরেকে ‘চিরসবুজ শহর’ বলে আখ্যায়িত করেন?
উত্তরঃ কেরলের রাজধানী তিরুবনন্তপুরম (Thiruvananthapuram)।
১১. প্রশ্নঃ ভারতের দীর্ঘগামী ননস্টপ ট্রেন কোনটি?
উত্তরঃ রাজধানী এক্সপ্রেস, যা রাজস্থানের কোটা থেকে একটানা গুজরাটের ভাদোদরা স্টেশনে থামে এই ৫২৮ কিমি অতিক্রম করতে প্রায় ৬ ঘন্টা লাগে।
১২. প্রশ্নঃ একে অপরকে চড় কষানো খেলাটির নাম কি?
উত্তরঃ থাপ্পড় কবাডি (Thappad Kabaddi), পাকিস্তানের এই খেলা বেশ জনপ্রিয়।
১৩. প্রশ্নঃ দেশের দীর্ঘতম রুটের ট্রেন কোনটি?
উত্তরঃ আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়ার বিবেক এক্সপ্রেস (Vivek Express) হল দেশের সবচেয়ে লম্বা রুটের ট্রেন। গন্তব্যে পৌঁছাতে ৭৬ ঘণ্টা সময় নেয়।
১৪. প্রশ্নঃ দেশের কোন শহরটি ‘শীততাপ নিয়ন্ত্রিত শহর’ নামে পরিচিত?
উত্তরঃ বেঙ্গালুরু।
১৫. প্রশ্নঃ ভারতে রয়েছে ‘পাকিস্তান’ নামে একটি গ্রাম, জানেন সেটি কোথায়?
উত্তরঃ ঝাড়খণ্ডের দেওঘর জেলায় সারাথ ব্লকের একটি ছোট্ট গ্রামের নাম পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।