স্পোর্টস ডেস্ক : তীরে গিয়ে তরী ডুবল পাকিস্তানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫২ রানের বিশাল টার্গেট তাড়ায় ১৪ রানে হেরে যায় পাকিস্তান।
জয়ের জন্য শেষ ১৫ বলে ১৫ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। হাতে ছিল মাত্র এক উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেবে পেসার হাসান আলী আউট হওয়ার পর জয়ের স্বপ্ন ভেস্তে যায় পাকিস্তানের।
মঙ্গলবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৫১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।
টার্গেট তাড়া করতে নেমে ৪৭.৪ ওভারে ৩৩৭ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে ৫৯ বলে ৯০ রান করেন বাবর আজম। ৮৫ বলে ৮৩ রান করেন ইফতেখার আহমেদ। ৪২ বলে ৫০ রান করেন মোহাম্মদ নওয়াজ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৭৪ বলে ৮৩ রান করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্স।
এরপর মাত্র ১১ রানের ব্যবধানে দুই ওপেনারের উইকেট হারায় অসিরা। ৩৩ বলে ৪৮ আর ৪৮ বলে ৩১ বলে রান করে ফেরেন ওয়ার্নার ও মার্স।
তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন মার্নাস লাবুশেন। এরপর ২ রানের ব্যবধানে ফেরেন লাবুশেন (৪০) ও স্টিভ স্মিথ (২৭)। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন অ্যালেক ক্যারি (১১)।
ষষ্ঠ উইকেট ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। দলীয় ২৫৫ রানে চার বাউন্ডারি আর ৬টি ছক্কার সাহায্য দলীয় সর্বোচ্চ ৭৭ রান করে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল।
ইনিংসের শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান ক্যামেরন গ্রিন ও জোশ ইঙ্গলিস। সপ্তম উইকেটে তারা ৮৩ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতে দলীয় স্কোর সাড়ে তিনশ ছাড়িয়ে যায়।
ইনিংস শেষ হওয়ার সাত বল আগে সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৮ চার আর এক ছক্কায় ৪৮ রান করেন জোশ ইঙ্গলিস। ৪০ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।