আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। ভারতীয় সংসদে এ বিষয়ে একটি প্রস্তাব রয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কথা মানুষকে ভুলিয়ে দেওয়া হলেও তা এখন ভারতের মানুষের চেতনায় ফিরে এসেছে।
রবিবার (৫ মে) ওড়িশার কটকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।
এস জয়শঙ্কর বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কখনো দেশের বাইরে ছিল না। এটা ভারতেরই অংশ। এখন প্রশ্ন হলো, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কীভাবে নিয়ন্ত্রণ পেল? আপনারা জানেন, যখন এমন কেউ থাকে যিনি কোনো বাড়ির দায়িত্বশীল রক্ষক নন, তখন কেউ এটি বাইরে থেকে চুরি করে। এখন এখানে আপনি অন্য দেশকে অনুমতি দিয়েছেন।
‘টয়লেটে যাব’ বলে গয়না নিয়ে বিয়ের আসর থেকে পালালেন কনে‘টয়লেটে যাব’ বলে গয়না নিয়ে বিয়ের আসর থেকে পালালেন কনে
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রথম দিকে পাকিস্তানকে এই ভূখণ্ডগুলো থেকে সরিয়ে না দেওয়ার কারণেই এই দুঃখজনক অবস্থা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে কী হবে বলা মুশকিল। আমি সব সময় বলি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আবার ভারতের মানুষের চেতনায় জায়গা করে নিয়েছে। আমরা এটা ভুলে গিয়েছিলাম। এটা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে।
তিনি এ সময় জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল সম্পর্কেও কথা বলেন। এস জয়শঙ্করের মতে, এটি অনেক আগেই বাতিল করা উচিত ছিল। ৩৭০ ধারা কার্যকর থাকাকালীন জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার অনুভূতি ছিল। দুর্ভাগ্যবশত কিছুদিন আগে পর্যন্ত আমাদের কোনো মোদি সরকার ছিল না।
এর আগে এপ্রিলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে কথা বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত এটি পুনরুদ্ধার করার জন্য জোর করবে না। কারণ বাসিন্দারা স্বাভাবিকভাবেই ভারতের অংশ হতে চাইবে। কাশ্মীরের অগ্রগতি প্রত্যক্ষ করার পরই তারা এমনটা চাইবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।