স্পোর্টস ডেস্ক : ভালো-খারাপ মিলিয়ে সময়টা পার করছেন পাকিস্তানের পেস সেনসেশন নাসিম শাহ। মাঠের পারফরম্যান্সে ভালো সময় পার করলেও ইনজুরি সমস্যায় ভুগছেন এই ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সাত ম্যাচ সিরিজের মাঝপথেই হঠাৎ ইনজুরির শিকার হয়েছেন নাসিম শাহ। শারীরিক কোনো আঘাত বা চোট না থাকলেও আচমকা প্রচুর জ্বরে ভুগছেন এই পেসার। জ্বরের পরিমাণ এতটাই বেশি ছিল যে হাসপাতালেই ভর্তি হতে হয়েছে এই ক্রিকেটারকে।
হাসপাতালে থাকায় বুধবার ইংলিশদের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের পঞ্চমটিতে মাঠেই নামতে পারেননি তিনি। পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, নাসিম প্রচণ্ড জ্বরে আক্রান্ত থাকার পাশাপাশি শ্বাস নিতেও বাধাগ্রস্ত হচ্ছেন। এই ক্রিকেটারের বুকেও সংক্রমণ যোগ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বর কমতির দিকেই আছে। তবে এই ক্রিকেটারের বিভিন্ন টেস্ট করা হয়েছে। রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে সমস্যাটা কোথায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।