জীবন বাজি রেখে জ্বলন্ত ট্যাংকার ২ কি.মি. চালিয়ে নিয়ে গেলেন ফয়সাল

জ্বলন্ত ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক: পেট্রলপাম্পে রাখা একটি ট্যাংকারে আকস্মিক আগুন ধরে যায়। ট্যাংকারটিতে ১০ হাজার লিটারের বেশি পেট্রল ছিল। বিস্ফোরণ হয়ে বহু মানুষের মৃত্যু হতে পারে এমন আশঙ্কা থেকে জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত ট্যাংকারটি প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে যান চালক।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এমন ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। মুহাম্মদ ফায়সাল জ্বলন্ত ট্যাংকারটি যেভাবে চালিয়ে নিয়ে যান, দেখে মনে হবে কোনো সিনেমার দৃশ্য।

চালক ফায়সাল বলেন, “ট্যাংকারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আগুন দেখতে পেয়ে আমি দ্রুত গাড়িটি চালিয়ে দূরে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করি যেখানে কোনো মানুষজন নেই। গাড়িটি যখন আমি চালাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ট্যাংকারটি বিস্ফোরিত হবে এবং আমি মারা যাব। কিন্তু মানুষের জীবন বাঁচানো নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম।”
জ্বলন্ত ট্যাংকার
যখন লোকজন ট্যাংকার থেকে কালো ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পান তখন তারা চিৎকার করতে থাকেন। তারা চালককে গাড়ি থামানোর অনুরোধ করতে থাকেন। কিন্তু নিজের জীবনকে সর্বোচ্চ ঝুঁকিতে রেখে জ্বলন্ত ট্যাংকারটি প্রায় দুই কিলোমিটার চালিয়ে নিয়ে যান ফায়সাল।

ট্যাংকারচালক জানান, প্রতিবার যখনই তিনি ট্যাংকার থামাবেন বলে সিদ্ধান্ত নেন, তখন কাছাকাছি কিছু লোক দেখতে পান। এতে তিনি ট্যাংকার চালিয়ে নিতে বাধ্য হন। ফায়সাল বলেন, “আমি আমার মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম।”

শেষ পর্যন্ত ফায়সালের চেষ্টায় সুফল পাওয়া গেছে। একপর্যায়ে ট্যাংকারটি থামানো হলে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

কাম্বরানি সড়কের বাসিন্দা আফাক আহমেদ বলেন, “এই সাহসী চালকের জন্য প্রাদেশিক সরকারের উচিত বিশেষ পুরস্কার ঘোষণা করা।”

অনেকগুলো মূল্যবান জীবন রক্ষা করায় এই লোকটির জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির কুদ্দুস বিজেনজোরের প্রতি আহ্বান জানান তিনি।

আহত পাখি বাঁচাতে গাড়ি থেকে নেমে জীবন গেল ২ জনের