আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রাখি বেঁধে দিতে ৩০ বছর ধরে চেষ্টা করছেন তাঁর পাকিস্তানি বোন কামার মহসিন শেখ। তবে সরাসরি পারেননি। বেশ কয়েকবার অনলাইনে ছবি তুলে শুভেচ্ছা জানিয়েছেন। এবার তিনি সরাসরি উপস্থিত হয়ে রাখি বাঁধতে আসছেন ভারতের দিল্লিতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কামার মহসিন শেখ পাকিস্তানে জন্ম নেওয়া এক নারী। বিয়ের পর স্বামীর সঙ্গে ভারতের আহমেদাবাদে চলে আসেন। করোনার কারণে গত দুই বছর আসতে পারেননি। এবার প্রধানমন্ত্রী তাঁকে ডাকবেন বলে আশা করছেন।
রাখি বন্ধন উৎসব এবার ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। এ সময় কামার মোদির হাতে রাখি পরিয়ে দেবেন। এরই মধ্যে সেই রাখি বানিয়ে রেখেছেন তিনি। এ ছাড়া কৃষি সম্পর্কিত একটি বইও মোদিকে উপহার দিতে চান কামার।
এনডিটিভি বলছে, এই নারী ভারতীয় সংগঠন আরএসএসের সদস্য ছিলেন। ওই সময় তিনি মোদিকে প্রথম রাখি পরান। প্রতিবারই কামার মহসিন শেখ মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।