স্পোর্টস ডেস্ক : শুক্রবারের আগে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে তিনবার মুখোমুখি হয় পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট দল। অতীতের সেই সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করেই জয় পায় পাকিস্তান।
কিন্তু শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে তুরুপের তাসের মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান তুলতে সক্ষম হয় শাদাব খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।
টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের ঐতিহাসিক জয় পায় আফগানিস্তান।
নিয়মিত অধিনায়ক বাবর আজম, তারকা ব্যাটসম্যান ফখর জামান ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিসহ পাঁচজন তারকা ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে হেরে যায় পাকিস্তান।
আফগানদের বিপক্ষে প্রথমবার হেরে যাওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছে শাদাব খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।
পাকিস্তানের সমালোচনা করে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল বলেন, কোচ আব্দুল রহমান নতুন, তাই তিনি শাদাব খানের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। শাদাব একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং গত দুইতিন বছর ধরে পাকিস্তানের সহ-অধিনায়ক। তিনি সঠিকভাবে পিচ বুঝতে পারেননি। বুঝতে পারেননি পিচ অনুযায়ী কী ধরনের বোলিং করা উচিত ছিল।
আফগানদের বিপক্ষে হেরে যাওয়ায় সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তিনি বলেছেন, আপনি আপনার পাঁচজন প্রধান খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন, তাহলে আপনি কেন শান মাসুদ ও ইফতিখার আহমেদকেও বাদ দিচ্ছেন। আপনি যদি তাদের বাদ দিতে চান, তাহলে নির্বাচকদেরকেও বিশ্রাম নিতে বলা উচিত ছিল। যদি চারজন খেলোয়াড়ের অভিষেক হয় এবং তিনজন দলে প্রত্যাবর্তন করে তাহলে মাঠে পারফর্ম করা কঠিন।
শাদাব খানের সমালোচনা করে নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট আরও বলেন, শাদাব খান এতদিন ক্রিকেট খেলেও উইকেট সম্পর্কে বুঝতে পারেননি। যে পিচে খেলা হয়েছে সেই পিচ নিয়ে শাদাব খানের কোনো ধারণাই ছিল না। পিচ অনুযায়ী দল নির্বাচন করতে পারেনি পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।