আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে দু’টি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ৩০ জন।
মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পর এ হামলা হয়। এতে সামরিক স্থাপনাটির দেয়াল ধসে আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে সেনা সদস্যরাও আছেন বলে শহরের পুলিশ প্রধান জিয়াউদ্দিনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন।
উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ১২টি মরদেহ ও আহত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। খবর রয়টার্স ও সিএনএনের।
পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পৃক্ত একটি জঙ্গিগোষ্ঠী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুতে হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে যে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছে।
সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি, তবে বান্নু জেলা হাসপাতাল জানিয়েছে যে অন্তত এক ডজন লোক মারা গেছে। এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারীরা সেনাঘাঁটির প্রাচীরের কাছে নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দেন।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, প্রাচীর ভেঙ্গে যাওয়ার পর আরো পাঁচ থেকে ছয়জন হামলাকারী সেনানিবাসে প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করো হয়।
জইশ আল-ফুরসান নামে একটি সশস্ত্র সংগঠন হামলার দায় স্বীকার করেছে, রোববার রমজান শুরু হওয়ার পর পাকিস্তানে এটি তৃতীয় জঙ্গি হামলা।
পুলিশ অফিসার জাহিদ খান বলেন, হামলার সময় ধূসর ধোঁয়ায় ছেয়ে যায় গোটা চত্ত্বর। দুটি বিস্ফোরণের পর ঘাঁটির ভিতরে গুলি চলতে থাকে। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হতাহতরা বিস্ফোরণস্থলের কাছাকাছি থাকতেন।
বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মুহাম্মাদ নোমান বলেছেন, মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণে সেনাঘাঁটি ছাড়াও আশপাশের বাড়িঘর ও অন্য ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।