ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানি অভিনেত্রী বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : গেল জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক নিজ দেশের অভিনেত্রী সানা জাভেদকে তৃতীয় বিয়ে করে রীতিমত হইচই ফেলে দেন। যা নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়েন শোয়েব ও তার স্ত্রী। বিয়ের দু’মাস পার হলেও তাদের নিয়ে চর্চার শেষ নেই।

এবার পাকিস্তানি অভিনেত্রী নাওয়াল সাইদ পাকিস্তানের একটি চ্যাট শোয়ে উপস্থিত হয়ে অভিযোগ করেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটারদের থেকে একাধিকবার রসালো মেসেজ পেয়েছেন। তিনি বিবাহিত পাকিস্তানি ক্রিকেটারদের থেকেও এমন মেসেজ পেয়েছিলেন।’

এই অভিনেত্রী মনে করেন বলেন, ‘আমার মনে হয় ক্রিকেটারদের এমন করাটা ঠিক না। কারণ, মানুষ অভিনেতাদের থেকেও ক্রিকেটারদের বেশি সম্মান করেন। যাদের লোকজন এমন সম্মান করেন, তাদের এই ধরনের কাজ করাটা অনুচিত।’

সঞ্চালকরা নাওয়ালকে প্রশ্ন করেছিলেন, তিনি কি শোয়েব মালিকের দিকে ঈশারা করছেন? জবাবে ওই অভিনেত্রী শুধু হেসে জানান, নামটা ঠিক মনে নেই। উল্লেখ্য, ২০১০ সালে বিয়ে করেন শোয়েব ও সানিয়া। পরে ২০১৮ সালে তাদের সংসারে পুত্রসন্তান আসে। যদিও শোয়েবের সঙ্গে বিয়ের আগে ভারতীয় ব্যবসায়ী ও বন্ধু সোহরাব মির্জার সঙ্গে বাগদান হয়েছিল সানিয়া মির্জার, অন্যদিকে আয়েশা সিদ্দিকি নামের এক নারীর সঙ্গে শোয়েবের প্রথম বিয়ে হয় বলে শোনা যায়।