বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনির খান বিয়ে করেছেন। তার বিয়ের বেশ কয়েকটি ছবি এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ছুটির দিন শুক্রবার (৩ জানুয়ারি) বিয়ে করেন নীলম।
দুবাই পুলিশের সিআইডি বিভাগে কর্মরত মোহাম্মদ রশিদকে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
দুই পরিবারের সদস্যদের আয়োজনে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন নীলম ও রশিদ। বিয়ের দিন সাদার শুভ্রতায় সাজেন দুজনেই। ঐতিহ্যবাহী আরব পোশাকে হাজির হন রশিদ আর পাকিস্তানের ঐতিহ্যবাহী সাজে দেখা যায় নীলমকে।
বিয়ের দিন দুবাইয়ে বুর্জ খলিফাকে পেছনে রেখে বেশ কয়েকটি ছবি তোলেন নবদম্পতি। সে সব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন শোবিজ আলোকচিত্রী আবদুল সামাদ।
ছবি পোস্ট করার পর মুহূর্তেই সে ছবি ভাইরাল হয়। নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানান অভিনেত্রীকে।
প্রসঙ্গত, পাকিস্তানের টিভি পর্দার জনপ্রিয় মুখ নীলম। সিনেমাতেও অভিনয় করেছেন। দেড় যুগের ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য কাজ হলো ‘দিল মম কা দিয়া’, ‘ছুপান ছুপাই’, ‘ররং নং’, ‘জল পরী’, ‘কাহি দ্বীপ জ্বালে’, ‘মেরি বেহেন মায়া’ ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।