বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে সুখবর দেওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে বিভিন্ন গুঞ্জনে বিরক্ত হবু মা। কখনও জানা যাচ্ছে, আলিয়া তাঁর আগামী ছবিগুলির শ্যুটিং বাতিল করে বিরতি নেবেন। কখনও আবার জানা যাচ্ছে, রণবীর কপূর বিদেশে গিয়ে হবু সন্তানের জন্য কেনাকাটা শুরু করেছেন। মাঝে মাঝে শোনা যাচ্ছে, বিদেশে শ্যুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে যাচ্ছেন রণবীর।
তার প্রতিবাদে নিজের ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে আলিয়া লেখেন, ‘আমরা এখনও কিছু মানুষের মাথায় বাস করি। আমরা এখনও পুরুষতান্ত্রিক পৃথিবীতে বাস করি। সকলকে জানিয়ে দিই, কোনও কাজ পিছিয়ে দেওয়া হয়নি। কেউ কাউকে কোথাও থেকে কোথাও নিয়ে যাচ্ছে না। বা তুলতে আসছে না। আমি একজন নারী, পার্সেল নই। আমার মোটেও বিশ্রামের দরকার নেই। তবে আপনার কাছে যে চিকিৎসকের সার্টিফিকেশন আছে, তা জেনে ভালো লাগল। সালটা ২০২২। আমরা কি দয়া করে এই প্রাচীন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারি? আমাকে যেতে হবে। আমার শট রেডি।’
তাঁর এই প্রতিবাদের সমর্থন এল কাঁটাতার পেরিয়ে। পাকিস্তানের একাধিক নায়িকা আলিয়ার পাশে দাঁড়ালেন। জারা নূর আব্বাস এবং দুরেফিশান সালেম তাঁদের ইনস্টাগ্রামে একই ভাবে প্রতিবাদ করলেন এই ধরনের মনোভাবকে।
জারা লিখলেন, ‘আমি ভেবেছিলাম শুধুমাত্র পাকিস্তানেই এই রকম চিন্তাভাবনা রয়েছে। বিশেষ করে যখন একাধিক ব্র্যান্ড আমাকে কাজ থেকে বাদ দিতে চায় আমি অন্তঃসত্ত্বা বলে। গর্ভবতী হওয়া এবং এক জন অভিনেত্রী হওয়া মানেই সমাজের কাছে তুমি আর কাজের যোগ্য নও। মহিলারা সবকিছু এবং যে কোনও কিছুতে পারদর্শী। এবং স্বৈরশাসকরা এই কথাটি উপলব্ধি করুক এ বার। সময় এসে গিয়েছে। কোনও পিতৃতন্ত্রের কাছে আমাদের মাতৃত্ব ও নৈপুণ্য প্রমাণ করতে হবে না।’
দুরেফিশান লেখেন, ‘মহিলারা কী করবেন না করবেন, সেটা তাকেই বুঝতে দেওয়া হোক, তার হয়ে সিদ্ধান্ত নেওয়া এ বার বন্ধ হোক। আমরা বিয়ে করতে পারি, সন্তানের জন্ম দিতে পারি, তার পরেও দুর্দান্ত কাজ করতে পারি। বিয়ে জীবনেক একটি অংশ মাত্র। বিয়ে মানে বিরতি নয়। মহিলাদের বলা বন্ধ করুন যে তাদের কেরিয়ারে কী ভাল, কী ভাল নয়।’
৩ বার বিয়ে হতে হতে বেঁচে গিয়েছি, আমার বাচ্চারাও বেঁচেছে : সুস্মিতা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।