দুই পায়ে দাঁড়িয়ে তরুণের ঘাড়ে উঠে পড়ল সিংহী, তারপর যা ঘটলো

Lion

জুমবাংলা ডেস্ক : সিংহীর খাঁচার ভিতর ঢুকেছিলেন এক তরুণ। পেশায় সমাজপ্রভাবী তিনি। তাঁকে দেখে সিংহীটি দ্রুত গতিতে এগিয়ে যায়।

Lion

খাঁচার ভিতর ঢুকে পড়েছেন এক তরুণ। তাঁকে দেখেই ছুটে গেল এক সিংহী। পিছনের দু’পায়ে ভর দিয়ে লাফিয়ে পড়ল তরুণের ঘাড়ের উপর। আসন্ন বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য সিংহীর গলা ধরে সরানোর চেষ্টা করলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন মিঞা সাকিব নামে এক তরুণ (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জুমবাংলা নিউজ)।

পাকিস্তানের বাসিন্দা মিঞা। পেশায় সমাজপ্রভাবী তিনি। জানা যায়, মিঞা তাঁর খামারবাড়িতে বিভিন্ন বন্য জন্তুদের পোষ মানিয়ে খাঁচাবন্দি করে রাখেন। সেখানেই খাঁচার ভিতরে রাখা একটি সিংহীর সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে মিঞাকে।

সিংহীর খাঁচার ভিতর প্রবেশ করেছিলেন তিনি। তাঁকে দেখে সিংহীটি দ্রুত গতিতে এগিয়ে যায়। পিছনের দু’পায়ে ভর দিয়ে তরুণের গায়ের উপর উঠে পড়তে উদ্যত হয় সিংহীটি। কিন্তু সিংহীর গলা ধরে ফেলেন মিঞা। সিংহীকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন তিনি। গলা ধরে খানিকটা এগিয়েও যান মিঞা। তার পর সিংহীটি মিঞার ঘাড়ে মাথা রাখে। সিংহীকে জড়িয়ে ধরেন মিঞাও।

সাবধান, যেসব কারণে ভুলেও হাঁচি আটকাবেন না

এই ভিডিওটি দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আপনি বন্যপ্রাণীদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না।’’ আবার এক নেটব্যবহারকারীর কথায়, ‘‘সিংহীর সঙ্গে আপনাকে এক খাঁচায় দেখে আমার পিলে চমকে উঠেছে।’’