আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের টানে ভারতে চলে আসা পাকিস্তানি নারী সীমা হায়দারকে পাকিস্তানের কাছে ফিরিয়ে দেওয়া না হলে ভারতে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, গত ১২ জুলাই ট্রাফিক কন্ট্রোল রুমে ফোনটি আসে। ফোনে উর্দু ভাষায় বলা হয়, সীমা হায়দারকে না ফিরিয়ে দিলে মুম্বাই হামলার মতো কর্মকাণ্ড করা হবে। এর জন্য উত্তর প্রদেশ সরকার দায়ী থাকবে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
সীমা হায়দার পাবজি খেলতে খেলতে ভারতের নয়ডার বাসিন্দা শচিনের প্রেমে পড়েন। পরে তিনি চার সন্তান নিয়ে অবৈধভাবে ভারতে এসে গ্রেপ্তার হন। জামিনে বেরিয়ে ধর্ম পরিবর্তন করে শচিনকে বিয়ে করেন সীমা।
১৯৪৭ সালে উপমহাদেশ ভাগ হওয়ার পর ভারত ও পাকিস্তান নামের দুই দেশের সৃষ্টি হয়। পরমাণু শক্তিধর এ দুই দেশ বিভক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনবার যুদ্ধে জড়িয়েছে।
নেট দুনিয়া কাঁপাচ্ছে নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
ভারত পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী, সীমার ভারতে বেশিদিন থাকা সম্ভব হবে না। এ নিয়ে সীমা এএফপিকে বলেন, আমি ভারত সরকারের কাছে অনুরোধ করছি যাতে তারা আমাকে নাগরিকত্ব দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।