জুমবাংলা ডেস্ক : বিশ্বের প্রতিটি দেশেরই নিজস্ব মুদ্রা রয়েছে। সেই সকল মুদ্রা দিয়েই তারা নিজেদের দেশে জিনিসপত্র বেচাকেনা করে থাকেন। তারা যখন অন্য দেশে যান তখন তাদের নিজেদের দেশের মুদ্রা দিয়ে অন্যের দেশের মুদ্রা নিতে হয়। আবার মুদ্রার ভ্যালুয়েশন অর্থাৎ মূল্য বিভিন্ন দেশের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। যেমন এক আমেরিকান ডলার সমান হলো ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ টাকা।
মুদ্রার ক্ষেত্রে ভারতের মতোই ভারতের প্রতিবেশী দেশগুলির আলাদা আলাদা নাম রয়েছে। ভারতের মুদ্রাকে বলা হয় রুপি। ঠিক সেই রকমই পাকিস্তানের মুদ্রাকে বলা হয় পাকিস্তানি রুপি। নামের ক্ষেত্রে অনেকটা এক থাকলেও কিন্তু দুই দেশের মুদ্রার ভ্যালুয়েশন বা মূল্য এক নয়। এক্ষেত্রে জেনে নেওয়া যাক ভারতের ১০০ টাকা সমান পাকিস্তানে কত?
১) ভুতুড়ে রামধনু কাকে বলে?
উত্তর : কুয়াশার মধ্যে যে রামধনু দেখা যায় তাকে ভুতুড়ে রামধনু বলে।
২) পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি চিনি তৈরি হয়?
উত্তর : ব্রাজিল।
৩) সাপে কামড়ালে কেন হাঁটাচলা করা উচিত নয়?
উত্তর : কারণ এতে বিষ আরও ছড়িয়ে যায়।
৪) একটি রানী মৌমাছি কত দিন পারতে সক্ষম?
উত্তর : ৩০ থেকে ৪০ হাজার।
৫) ১২ বছর পূর্তিকে কি বলা হয়?
উত্তর : যুগপূর্তি।
৬) ভারতের কোন প্রাণীর দুধ সবচেয়ে বেশি দামে বিক্রি হয়?
উত্তর : গাধা।
৭) Update-এর বাংলা কি?
উত্তর : আধুনিক করা বা রূপ দেওয়া।
৮) ডেটল কোন দেশের সংস্থা?
উত্তর : ইংল্যান্ড।
৯) দেশের কোন রাজ্যের মানুষ কলাপাতায় খাবার খেয়ে থাকেন?
উত্তর : কেরালা।
১০) কোন প্রাণীর পেটে বাচ্চা রাখার জন্য থলি থাকে?
উত্তর : ক্যাঙ্গারু।
১১) স্ত্রী বাঘকে ইংরেজিতে কী বলে?
উত্তর : টাইগ্রেস।
১২) একটি পুরুষ সিংহের ওজন কত হয়?
উত্তর : ১৫০ থেকে ২৫০ কিলো।
১৩) ভারতের ১০০ টাকা সমান পাকিস্তানে কত?
উত্তর : ৩৫৪.৯২ পাকিস্তানি রুপি (১৮ আগস্ট ২০২৩)। এটি পরিবর্তন হয়ে থাকে।
১৪) হিংসা নেই এমন নারীকে কি বলা হয়?
উত্তর : অনুসূয়া।
১৫) ভারতীয় ১০ টাকার নোটে কটি ভাষা থাকে?
উত্তর : অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, কোঙ্কানি, মালয়ালম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, উর্দু, হিন্দি ও ইংরেজি সহ ১৭টি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel