আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে আজ রবিবার (১৫ মে) এক বন্ধুকধারীর অতর্কিত গুলিতে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি সরবন্দ থানা এলাকায় ঘটেছে। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ইজাজ খান বলেছেন, ‘নিহত দুজন হলেন সুলজিৎ সিং (৪২) ও রণজিৎ সিং। বাটাতাল এলাকায় মশলার দোকান রয়েছে তাঁদের।’ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান তিনি।
ইজাজ খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে অপরাধের প্রমাণাদি সংগ্রহ করেছে। এ ছাড়া ওই এলাকার আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
এদিকে এ ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জীবন ও সম্পদের সুরক্ষায় পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পেশোয়ারে প্রায় ১৫ হাজার শিখ সম্প্রদায়ের মানুষ বাস করে। বেশির ভাগই প্রাদেশিক রাজধানী জোগান শাহপাড়ায় থাকে। অধিকাংশই ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ ফার্মেসিও চালান।
এর আগে ২০১৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জাতীয় পরিষদের সদস্য সুরেন সিংকে পেশোয়ারে হত্যা করা হয়েছিল। এরপর ২০১৮ সালে পেশোয়ারে এক অজ্ঞাত ব্যক্তির গুলিতে শিখ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি চরণজিৎ সিং মারা যান। একইভাবে ২০২০ সালে রবিন্দর সিং নামের এক টেলিভিশন উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।