স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই অংশগ্রহণ করেছিল পাকিস্তান। কিন্তু দুঃখজনকভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। দলের এমন খারাপ সময়ে সমর্থকদের পাশে চান পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হেরে শুরুতেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। এরপর কানাডাকে উড়িয়ে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাবর-রিজওয়ানরা।
কিন্তু এই ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় কপাল পুড়েছে পাকিস্তানের। নিজেদের শেষ ম্যাচ জিতলেও লাভ হবে না তাদের। গত আসরের রানার্স আপ দলটি এবার এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
এতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদের ধুয়ে দিচ্ছেন সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। সমর্থকদের মধ্যে অনেকেই পাকিস্তানকে ‘গলির দল’ বলেও কটাক্ষ করছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররাও।
তবে এমন কঠিন সময়ে সমর্থকদের কাছ থেকে সমর্থন চান শাহিন শাহ আফ্রিদি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভালো সময়ে সবাই সমর্থন করে, কিন্তু সমর্থকদের অবশ্যই দলের কঠিন সময়ে পাশে থাকতে হবে। আমরা কোনো গলির দল নই। এটা পাকিস্তান দল। এই দলকে সমর্থন না করতে পারলে আমি মিডিয়ার মতোই।
এবারের বিশ্বকাপে বল হাতে সেইভাবে আগুন ঝরাতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। ৩ ম্যাচে শিকার করেছেন মাত্র ২ উইকেট। খরচের পাল্লাটাও ভারী। তাই দলের এমন খারাপ অবস্থার জন্য শাহিনকে দায়ী করেছেন অনেকেই।
এ নিয়ে পাকে পেসার বলেন, আমি আগের মতোই ১৩৬-১৪০ কিলোমিটার গতিতে বল করছি। উইকেট পেলে সবাই ভালো বলে, না পেলেই নেতিবাচক কথাবার্তা বলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।