স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ডারবান টেস্টে ১৯ ওভারে মাত্র ৫৩ রানেই অলআউট বাংলাদেশ দল। টেস্টে আফ্রিকার বিপক্ষে টাইগারদের এটাই সর্বনিম্ন স্কোর।
এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে ৯০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ দল।
তবে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৪৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে অ্যান্টিগা টেস্টে এমন বাজে রেকর্ড গড়ে টাইগাররা।
ডারবানে ৫৩ রানে অলআউট হয়ে বাজে নজির গড়ল বাংলাদেশ। এর আগে ১৯৯৬ সালে ৬৬ রানে অলআউট হয় ভারত।
পন্টিংয়ের কাছ থেকে ‘ম্যাচ সেরা’ পুরস্কার পেলেন মুস্তাফিজ
টেস্টে এ নিয়ে ১২ বার ১০০ রানের নিচে অলআউট বাংলাদেশ দল। বাংলাদেশের অভিষেকের পর থেকে টেস্টে সবচেয়ে বেশিবার ১০০ রানের নিচে অলআউট হয়েছে টাইগাররা।
এ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১ বার ১০০ রানের নিচে অলআউট পাকিস্তান। সেই হিসেবে পাকিস্তানের চেয়েও বাজে পজিশনে আছে টাইগাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।