স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড জাতীয় দলের তারকা ক্রিকেটাররা ভারতে আইপিএল খেলায় ব্যস্ত। যে কারণে পাকিস্তান সফরে তারুণ্যনির্ভর দল পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
অথচ সেই জুনিয়র দলের কাছেই হেরে গেলে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। যে কারণে সমালোচনা হচ্ছে ঘরে-বাইরে।
নিউজিল্যান্ডের জুনিয়র দলের সঙ্গে পাকিস্তানের হারকে ভারতীয় সংবাদমাধ্যম হেডলাইন করেছে নিউজিল্যান্ডের স্কুলপড়ুয়াদের সঙ্গে পাকিস্তানের শোচনীয় হার।
গতকাল রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান।
দলের হয়ে মাত্র ২০ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খান। ২০ বলে তিন চার আর এক ছক্কায় ৩০ রান করেন ইরফান খান। ২১ বলে ২২, ২৯ বলে ৩৭ আর ২২ বলে ৩২ রান করেন মোহাম্মদ রিজোয়ান, অধিনায়ক বাবর আজম আর ওপেনার সায়েম আইয়ুব।
টার্গেট তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৭ আউকেটের দাপুটে জয়ে সিরিজ সমতায় ফেরে নিউজিল্যান্ড। দলের জয়ে মাত্র ৪২ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেন মার্ক চাপম্যান। ১৯ বলে ২৮ রান করেন টিম রবিনসন।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় পায় পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.