স্পোর্টস ডেস্ক: বর্তমানে পাকিস্তানের পেস আক্রমণ খুব শক্তিশালী। আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ-পাকিস্তানের এই তিন পেসার এবারের এশিয়া কাপে খেলা ৩ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। তাই এশিয়া কাপের সুপার ফোরের আজকের ম্যাচে ভারতের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের পেস আক্রমণ।
তবে ব্যাটিংয়েও কম নয় পাকিস্তান। সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজম আছেন পাকিস্তানি দলে। যদিও সেরা ব্যাটসম্যান নিয়ে বিতর্ক আছে। তবে বর্তমান সময়ে বাবরের দুর্দান্ত ব্যাটিং আর ধারাবাহিক ছন্দে থাকার বিষয়টি গতকাল ভারতের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে এসেছে।
সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসেন টপ অর্ডার ব্যাটসম্যান শুভমান গিল। এসময় তাকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানি ব্যাটার বাবরের ধারাবাহিক ছন্দে থাকার বিষয়টি ভারতের খেলোয়াড়েরা কীভাবে দেখেন?
শেখ হাসিনার সঙ্গে আলাপচারিতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
জবাবে গিল বলেন, কোনো দলের যে খেলোয়াড়ই ভালো খেলুক, সবাই তার দিকে তাকায়। তার এমন ভালো করার পেছনে কী আছে, সেটা জানতে চায় সবাই। জানতে চায়, তাদের বিশেষত্ব কী। আমরা এসবের দিকে তাকাই। আর বাবর নিঃসন্দেহে একজন বিশ্বমানের খেলোয়াড়। আমরা তার খেলা দেখি এবং প্রশংসা করি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।