স্পোর্টস ডেস্ক : রক্তস্নাত ভাষা আন্দোলনের মাস চলছে। আর এই ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবারের বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বাংলা বর্ণমালা সম্বলিত পাঞ্জাবি ও শাড়ি গায়ে চাপিয়ে ধারাভাষ্যকাররা কথা বলছেন বাংলা শব্দে। এছাড়া খেলোয়াড়রাও পরেছেন বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিপিএলের গ্রুপ পর্বের শেষদিনের খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরু হলে থেমে থেমে ধারাভাষ্য চলতে থাকে প্রাণের ভাষা বাংলায়। আতাহার আলি খানের কণ্ঠে শোনা যায়, ‘অসাধারণ একটা শট’, ‘দারুণ একটা শট’। লিটন দাসের ছক্কা হাঁকানোর পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার আমির সোহেলও বললেন, ‘সুন্দর শট’।
অপরদিকে, বিপিএলে বাংলাময় দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লার বিদেশি তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেখানে এই ব্যাটারের কাছে আজকের আয়োজন নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলছিলেন, ‘এটার জন্য দুঃখিত- আমি জানি না বাংলাদেশে আজ কী দিন। যদিও শুভেচ্ছা জানিয়েছি। বাংলাদেশ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছি। কোচিং স্টাফ, খেলোয়াড় ও বিশেষত বাংলাদেশের মানুষ। আমি এখান থেকে পেশোয়ারের (পাকিস্তান) মতোই ভালোবাসা পাই। এখন যেখানে থাকি, আমি আলাদা কিছু দেখি না এই ভালোবাসার চেয়ে।’
হাতে বর্ণমালার আর্মব্যান্ড পরার ব্যাপারে পাকিস্তানি এই তারকা ব্যাটার জানান, ‘আমি বাংলাদেশকে শুভকামনা জানাই, যদিও জানি না আজ কী দিন। পুরো দলের জন্যই পরেছি ব্যাজ। পুরো দল পরেছে, তাই আমিও পরেছি।’ এরপর অবশ্য রিজওয়ানকে ভাষা দিবস সম্পর্কে বুঝিয়ে বলার পর তিনি বলেছেন, ‘আপনি যেমন বলেছেন, আজ বাংলাদেশের ভাষা দিবস। আমি শিখেছি ভালোবাসি, কেমন আছো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।