আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাশাপাশি চাঁদে স্যাটেলাইট পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। কিন্তু, অপর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মহাকাশ গবেষণার কী অবস্থা?
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র আট বছর আগে যাত্রা শুরু করেছিল পাকিস্তানের স্পেস এজেন্সি স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)। কিন্তু, সেই দেশের আভ্যন্তরীণ রাজনীতি, ইচ্ছাশক্তির অভাবের কারণে আজ ইসরো-র থেকে বহুগুণ পিছিয়ে সুপারকো।
১৯৬১ সালে ১৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল সুপারকো। ইসরো-র আট বছর আগে তা প্রতিষ্ঠা হলেও মহাকাশ গবেষণায় সেভাবে উল্লেখযোগ্য কোনও অবদান নেই তাদের। শুধু তাই নয়, পাকিস্তানের অর্থনীতির এতটাই করুণ দশা যে কোনও মহাকাশযান পাঠানোর মতো অবস্থাও তাদের নেই। শুধু তাই নয়, পাকিস্তানের মহাকাশ গবেষণায় এক পা বাড়াতেও পাশে প্রয়োজন হয় চীনকে!
এখনও কতগুলি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান?
এখনও পর্যন্ত পাঁচটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এর মধ্যে প্রথমটি ছিল ১৯৯০ সালে ১৬ জুলাই। এর নাম দেয়া হয়েছিল ‘বদর-১’। এটি ছিল ‘কৃত্তিম ডিজিটাল স্যাটেলাইট’। কিন্তু, মাত্র ছয় মাস তা কার্যকর ছিল। তারপরেই তা বন্ধ হয়ে গিয়েছিল।
এরপর ২০০১ সালে ১০ ডিসেম্বর দ্বিতীয় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে পাকিস্তানের সুপারকো। এর নাম দেয়া হয়েছিল ‘বদর-২’
২০১১ সালে ১১ অগাস্ট পাকিস্তান তৃতীয় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছিল। এতে অবশ্য প্রত্যক্ষভাবে সাহায্য করেছিল চীন। অনেক গবেষকদের কথায়, আদতে এই স্যাটেলাইট যার নাম ‘পাকাট ১’ তা তৈরি করেছিল চীনই।
২০১৩ সালে ২১ নভেম্বর চতুর্থ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছিল পাকিস্তান। যা সক্রিয় ছিল মাত্র ২ বছর।
পাকিস্তানের পঞ্চম স্যাটেলাইটটি উৎক্ষেপণেও সক্রিয়ভাবে সাহায্য করেছিল চীন। যা উৎক্ষেপণ করা হয়েছিল ২০১৮ সালে ৯ জুলাই। এরপর থেকে আর কোনও স্যাটেলাইট পাঠায়নি পাকিস্তান।
চাঁদে মহাকাশযান পাঠানো কি পাকিস্তানের পক্ষে সম্ভব?
এ মুহূর্তে চরম অর্থকষ্টে ভুগছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্ষেত্রে রীতিমতো দেনায় রয়েছে তারা। স্বাভাবিকভাবেই এখন কোনও মহাকাশ অভিযান করা পাকিস্তানের কাছে অলীখ স্বপ্ন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি পাকিস্তানের সরকারের এই সম্পর্কিত ইচ্ছার উপরেও প্রশ্ন তুলেছেন অনেকেই। স্বাভাবিকভাবেই সাম্প্রতিক কিছু বছরে পাকিস্তানের চন্দ্র অভিযানের তেমন কোন সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।