পলকের সঙ্গে ইলন মাস্কের স্পেসএক্সের ২ কর্মকর্তার সাক্ষাৎ

পলক

জুমবাংলা ডেস্ক : ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের দুই কর্মকর্তা ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (২৬ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে।

পলক

বুধবার এ তথ্য তথ্য ও প্রযুক্তি বিভাগের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। স্পেসএক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরেডিথ ও গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নিল উর্ধওয়ারেশে আইসিটি ডিভিশনে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা স্পেসএক্সের কর্মকর্তাদের কাছে বাংলাদেশে তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও বিনিয়োগ করার বিষয়ে আলোচনা হয়।

আস্ত বাছুরকে গিলে ফেললো দানব আকৃতির পাইথন, সন্তানকে বাঁচাতে যা করলো মা গরু

পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা বাংলাদেশে স্টারলিংকের সরঞ্জাম উৎপাদনের কোনো সুযোগ আছে কি না এবং তারা হাই-টেক পার্কে বিনিয়োগ নিয়েও আলোচনা করা হয় বলে সূত্র জানায়।