বিনোদন ডেস্ক : ‘সিসকিয়ান:পালং তোড় ২’ নামক এক বোল্ড ওয়েব সিরিজ আবারও দর্শকমহলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই সিরিজের ট্রেলার নেটদুনিয়ায় প্রকাশ হতেই নেটিজেনদের মধ্যে এই সিরিজ দেখার প্রবল উৎসাহ সৃষ্টি হয়েছিল। ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল যে এই ওয়েব সিরিজে একাধিক যৌ* দৃশ্য থাকতে চলেছে।
বস্তুত ওয়েব সিরিজে এমন কিছু দৃশ্য দেখানো সম্ভব হয় যা সিনেমায় ভারতীয় সেন্সর বোর্ডের কারণে নির্মাতারা বাদ দিতে বাধ্য হয়ে থাকেন। এই দৃশ্যগুলির অধিকাংশ জুড়েই চরিত্রদের মধ্যে অন্তরঙ্গ দৃশ্য থাকে। এই বিষয়টি সত্যি যে ওয়েব সিরিজে যত বেশি মাত্রায় খোলামেলা যৌ*তায় পরিপূর্ণ দৃশ্য দেখানো হয় সেই ওয়েব সিরিজ যেন তত বেশি সাফল্য লাভ করে থাকে।
এমন বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যারা মূলত যৌ* দৃশ্য অবলম্বন করেই ওয়েব সিরিজ বানিয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘উল্লু’, ‘প্রাইম শট’, ‘কোকু’। গত ২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ‘উল্লু’-তে রিলিজ করেছে ওয়েব সিরিজ ‘সিসকিয়ান:পালং তোড় ২’। এই সিরিজের প্রথম ভাগে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে শারীরিক সম্পর্ক দেখানো হয়েছিল।
দ্বিতীয় সিজনে পুত্রবধূর পাশাপাশি সুন্দরী ও হট কেয়ারটেকার ম্যারির সঙ্গেও যৌ* সম্পর্ক স্থাপন করেছেন ওই বৃদ্ধ ব্যক্তি। অন্যদিকে, পুত্রবধূ রেণু বাড়ির কাজের লোক ছোটুর সঙ্গে যৌ*তায় লিপ্ত হচ্ছেন। আর সবথেকে বড়ো চমক এই যে রেণুর স্বামীরও কেয়ারটেকার ম্যারির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। বলাই বাহুল্য যে এই সিরিজ প্রচুরসংখ্যক ঘনিষ্ঠ, বোল্ড ও হট দৃশ্যে ভরপুর। সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী হীরাল রাদাদিয়া ও নূর মালবিকা। ছয় ভাষায় মুক্তিপ্রাপ্ত এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম ‘উল্লু’-র সাবস্ক্রিপশন নেওয়া থাকলে শুধুমাত্র তবেই দেখা যাবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel