পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় এসএসসি ১৯৯৮ ব্যাচের বন্ধুদের নিয়ে বর্ণাঢ্য মিলন মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সারাদেশের শতাধিক বন্ধুর অংশগ্রহণে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সকালে পলাশ, নরসিংদী, ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে বন্ধুরা জড়ো হতে শুরু করে। উৎসবমুখর পরিবেশে পৌর অডিটোরিয়াম মাঠ ও শীতলক্ষ্যা নদীর পাড় পরিণত হয় আনন্দের মিলনস্থলে। বহুদিন পর একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন সবাই।
উপস্থিত বন্ধুদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো অংশ নেন এ ধরনের মিলন মেলায়। আবেগঘন পরিবেশে বন্ধুরা একে অপরকে আলিঙ্গন করেন, খোঁজ নেন একে অপরের পরিবারের এবং ভাগাভাগি করেন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা।
এবারের আয়োজন ছিল ১৯৯৮ ব্যাচের সবচেয়ে বড় মিলন মেলা। অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে অনেকেই নিজেদের বর্তমান পেশাগত পরিচয় তুলে ধরেন। কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি কর্মকর্তা, আবার কেউ প্রবাসী। তবে সবার পরিচয় একটাই—তারা স্কুল বন্ধু।
বগুড়া থেকে আসা বন্ধু আলিম বলেন, “স্কুল জীবনের বন্ধুত্ব কখনো ভোলা যায় না। জীবনসংগ্রামের ব্যস্ততায় যোগাযোগ কম হলেও এই স্মৃতিগুলো আমাদের আজীবন জীবন্ত রাখে।”
আয়োজকদের পক্ষ থেকে মাঈন, শামিম, কাইয়ুম, মাসুম, শাহিন এবং নুর কাউসার জানান, “বন্ধুদের একত্রিত করতে পেরে আমরা অত্যন্ত খুশি। এ ধরনের আয়োজন আমাদের বন্ধন আরও দৃঢ় করবে।”
দিনব্যাপী আড্ডা, পুরনো দিনের গল্প, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি এক প্রাণবন্ত রূপ নেয়। রাতে সাংস্কৃতিক পরিবেশনার পর লটারির মাধ্যমে পুরস্কার বিতরণের মাধ্যমে মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।