আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের কারাগারে আটক ১৩ বছর বয়সি ফিলিস্তিনি শিশু আহমাদ মনশ্র। বুধবার শুনানির জন্য দেশটির বিয়ারশেভা আদালতে তোলা হয় তাকে। এ সময় সন্তানকে দেখার জন্য কাতর হয়ে ওঠেন মা। তবে তাকে সাক্ষাতের অনুমতি না দিয়ে তাড়িয়ে দেয় ইসরাইলি সেনাবাহিনী। খবর ইয়েনিসাফাকের।
মানসিকভাবে বিকারগ্রস্ত আহমাদ মনশ্র। আটকের পর পুলিশি নির্যাতনে আরও খারাপ হয় তার অবস্থা। এমন অভিযোগ আহমাদের মায়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আহমাদের মাকে রুম থেকে বের করে দিচ্ছে এক ইসরাইলি পুলিশ।
এ নিয়ে তোলপাড় শুরু হয় টুইটারে। আহমাদের মুক্তির দাবিতে সোচ্চার হন প্রতিবাদী ফিলিস্তিনিরা। ইতোমধ্যে হ্যাশট্যাগ ফ্রি আহমাদ মনশ্র ক্যাম্পেইন শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।