বিনোদন ডেস্ক : ‘কে আপন কে পর’ থেকে জবার তুমুল সাফল্যের পর মাঝে বেশ কিছুদিন শুটিং, ক্যামেরা-অ্যাকশন থেকে বিরতি নিয়েছিলেন পল্লবী শর্মা। তবে জাত অভিনেত্রী কি আর বেশিদিন ক্যামেরা থেকে দূরে থাকতে পারেন? তাই তো জি বাংলায় ‘নিম ফুলের মধু’তে নতুনভাবে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। স্টার জলসার জবাই এখন জি বাংলাতে পর্ণা। সেই পর্ণাকে শাড়ি ব্লাউজ খুলে হট লুকে দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা।
প্রথম সিরিয়ালের পর বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়াতে সক্রিয় ছিলেন অভিনেত্রী। নিত্য নতুন ফটোশুটের ছবি এবং ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রেখেছেন তিনি। এই বছর বড়দিন উপলক্ষে বেশ কিছু চিত্তাকর্ষক ছবি শেয়ার করেছেন পল্লবী। এই ছবিগুলিতে সিলভার রঙের থাই স্লিটেড সিকুইনড গাউনে দেখা যাচ্ছে তাকে।
স্লিভলেস গাউনের নেকের কাছে রয়েছে ডিটেইলিং। গোটা গাউন জুড়ে চুমকির কারুকার্য নজর কাড়ছে। এই গানটি এতটাই গর্জিয়াস যে এর সঙ্গে কোনও এক্সেসরিজের প্রয়োজন পড়েনি। চুল সেট করে খোলাই রেখেছেন পল্লবী। ভিডিও শুটের সময় তোলা হয়েছিল এই ছবিটি। এই পোশাকের সঙ্গে ন্যুড মেকআপে পল্লবীকে মানিয়েছে বেশ।
পল্লবীর এই ছবি দেখে সোশ্যাল মিডিয়াতে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। পর্দায় সব সময় তাকে শাড়িতে দেখা গেলেও সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যে এমন হট অবতারে ধরা দেন অভিনেত্রী। জবা ওরফে পর্ণাকে এই হট লুকে দেখে প্রশংসা, আগুন এবং ভালবাসার ইমোজিতে কমেন্ট বক্স ভরে দিচ্ছেন ভক্তরা।
খুব অল্প বয়সেই নিজের বাবা-মাকে হারিয়েছিলেন পল্লবী। পড়াশোনা করতে করতেই অভিনয়ে পা রেখেছিলেন তিনি। কম বয়সে যাতে বিয়ে না হয়ে যায় তার জন্য অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। প্রথম প্রথম পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন পল্লবী। ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা চরিত্রটি তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।
ছবিটি জুম করে দেখুন, এটি বলে দিবে মানসিক ভাবে আপনি কতটা দুর্বল
বাবা-মাকে হারিয়ে অভিনেত্রী এখন নিজের ফ্ল্যাটে পোষ্যদের সঙ্গে একাই থাকেন। বর্তমানে জি বাংলায় ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে যৌথ পরিবারের বৌমার চরিত্রে অভিনয় করছেন তিনি। শ্বশুরবাড়ির সমস্ত নিয়ম কানুনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে পর্ণা। সেই সঙ্গে পিছিয়ে পড়া ধ্যান-ধারণা থেকে স্বামী, শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যদের বের করে আনার সংগ্রামও শ্বশুরবাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।