বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাধারে ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ছিলেন।
সোমবার (৬ নভেম্বর) রাতে তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানান আরেক ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক মোস্তাফিজুর রহমান।
রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেন। তার লাশ রাতেই গ্রামের বাড়ি জয়পুরহাটে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানেই দাফন শেষে তিনি চিরনিদ্রায় শায়িত করা হবেন।
রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত এ শিল্পী গত তিন দিন হলো হার্টের সমস্যাজনিত অসুস্থতায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লীগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।