বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলায় ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন। এর প্রভাবে পাল্টে যেতে পারে পৃথিবীর সময় গণনার হিসেব-নিকেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এমন অসংখ্য প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কায় বিজ্ঞানীরা।
মানবসৃষ্ট নানা কারণে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে না পারলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পৃথিবীর বাস্তুসংস্থান।
উত্তর-দক্ষিণ মেরুর বরফ গলতে থাকায় সমুদ্রতলের উচ্চতাসহ বাড়ছে প্রাকৃতিক দুর্যোগও।
নেচার জার্নালে প্রকাশিত বিজ্ঞানীদের গবেষণা বলছে, মেরু অঞ্চলের জমাটবাঁধা বরফ গলতে থাকায় ধীর হয়ে আসছে পৃথিবীর ঘোরার গতিও। যা ওলট-পালট করে দেবে পৃথিবীর সময় গণনার হিসেব। বিরূপ প্রভাব ফেলবে সৌরজগতেও।
গলে যাওয়া বরফ প্রবাহিত হচ্ছে বিষুবরেখার দিকে। যা পৃথিবীর ভরের ঘনত্বকে পরিবর্তন করছে, প্রভাবিত করছে কৌণিক বেগকেও।
কার্বন নিঃসরণ দ্রুত কমাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ এবং সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর বিজ্ঞানীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।