পঞ্চগড়ের তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস

শীত

জুমবাংলা ডেস্ক : দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনেই কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে এখানে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও একদিনের ব্যবধানে তা নেমে এসেছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

শীত

রবিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলছে আবহাওয়া দপ্তর।

এর আগে, শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের সবচেয়ে কাছে অবস্থান হওয়ায় সারা দেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। এবারো আগেভাগেই শীতের আগমনী বার্তা লক্ষ্য করা গেলেও দিনে প্রচণ্ড রোদের কারণে শীতের তীব্রতা দেখা যায়নি। তবে রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা হলেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়।

শুভ শর্মা টাকার লোভে নিরহুয়াকে বিয়ে করলেন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ রোববার সকাল ৯টায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।