বিনোদন ডেস্ক: বাস্তব জীবনে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন সানভিকা। ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয় করার কথা কখনও ভাবেননি তিনি। বাকিটা বিস্তারিত এসেছে newsbangla24 এর প্রতিবেদক প্রতীক আকবরের প্রতিবেদনে।
ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের অরিজিনাল সিরিজ পঞ্চায়েত। প্রথম সিজন প্রকাশ পায় ২০২০ সালে। প্রথমবারেই বাজিমাত করে সিরিজটি এবং আলোচনায় চলে আসে পঞ্চায়েতের সচিব চরিত্রে অভিনয় করা জিতেন্দ্র কুমার।
তখন থেকে পঞ্চায়েত ভক্তদের অপেক্ষা ছিল দ্বিতীয় সিজনের। সেই আপেক্ষা ঘুচেছে; প্রকাশ পেয়েছে সিরিজের দ্বিতীয় সিজন। প্রথমটির মতো দ্বিতীয়টি ভালো সাড়া পাচ্ছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।
সিরিজের সঙ্গে আরেকটি নাম তুমুল আলোচনায় এসেছে, সেটি হলো, রিঙ্কি। যাকে এক ঝলক দেখা গিয়েছিল প্রথম সিজনের শেষ পর্বের দেশ দৃশ্যে। দ্বিতীয় সিজনে রিঙ্কিকে পাওয়া গেছে আরও বেশি সময়ের জন্য।
সিরিজে রিঙ্কি পঞ্চায়েতপ্রধানের মেয়ে। পুরো সিরিজে তাকে দেখা গেছে চুড়িদার, কুর্তি পরে। গ্রামের মেয়ের মতোই তার চলাফেরা, আচার-আচরণ।
বাস্তব জীবনে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন সানভিকা। ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয় করার কথা কখনও ভাবেননি তিনি। পঞ্চায়েত সিরিজ দিয়ে অভিনয় জগতে অভিষেক হলো তার।
পড়াশোনা চলাকালীনই ওয়েব সিরিজটির জন্য অডিশন দিতে মুম্বাই গিয়েছিলেন সানভিকা। বাড়িতে জানিয়েছিলেন, চাকরির পরীক্ষা দিতে বেঙ্গালুরু যাচ্ছেন।
প্রথম দিকে অভিনয় করা নিয়ে আপত্তি ছিল সানভিকার বাড়িতে। পরে অবশ্য তারা বিষয়টি মেনে নিয়েছেন, আর এখন তো সিরিজের সাফল্যের পর পরিবারের সবাই অনেক খুশি। সানভিকার কাছে কাজও আসছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।