লাখ বা কোটি নয়, মাত্র কয়েক হাজার পারিশ্রমিক নিয়েছেন ‘পঞ্চায়েত ২’স্টার জিতেন্দ্র

জিতেন্দ্র

বিনোদন ডেস্ক: বলিউডের ভিন্ন ধারার ছবি হোক অথবা ওয়েব সিরিজ-জিতেন্দ্রর অভিনয় করা মানেই নিখুঁত একটি কাজ। বর্তমানে একটি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি, তার কারণেই ওয়েব সিরিজের জনপ্রিয়তা তুঙ্গে। জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত ২ এ বর্তমানে কাজ করছেন স্টার জিতেন্দ্র কুমার। এই ওয়েব সিরিজের প্রথম সিরিজটি মুক্তি পাওয়ার পরই তা সকলের নজর কেড়েছিল। অপেক্ষায় বসে ছিলো সকলে দ্বিতীয় ওয়েব সিরিজটির।

দ্বিতীয় এই সিরিজটির রিভিউ প্রথম সিরিজকে ছাপিয়ে যেতে পারে নি যদিও, তবে এই সিরিজে জিতেন্দ্রর অভিনয় সকলের নজর কেড়েছে। প্রত্যেকটি পর্বে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তবে এই পঞ্চায়েত ২ তে অভিনয়ের জন্য তিনি যে টাকা পারিশ্রমিক নিয়েছেন তা শুনলে রীতিমতো চমকে যাবেন। ৮ পর্বের জন্য তিনি মোট যে পরিমাণ অর্থ নিয়েছেন তা বলতে গেলে বলিউডের সবথেকে কম পরিমাণ টাকা।
জিতেন্দ্র
বর্তমানে ওটিটি তে সব থেকে হিট সিরিজ হলো পঞ্চায়েত ২। এই সিরিজের অসাধারণ সব কাস্ট দর্শকদের নজর কেড়েছেন। এই সিরিজের প্রতিটি চরিত্র‌ই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করছেন নীনা গুপ্ত। ব্রিজভূষণ দুবের চরিত্রে অভিনয় করছেন রঘুবীর যাদব, বিকাশের চরিত্রে অভিনয় করছেন চন্দন রায়, প্রহ্লাদ পান্ডের চরিত্রে অভিনয় করছেন ফয়সাল মালিক, প্রদীপের ভূমিকায় অভিনয় করছেন বিশ্বজিৎ সরকার। এছাড়াও এই সিরিজের প্রতিটি চরিত্রই তাদের অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছে।

সর্বোপরি অভিষেক ত্রিপাঠীর জিতেন্দ্র কুমারের ভূমিকায় অভিনয় নিয়ে কিছু আর বলার নেই। দর্শকদের অবাক করে দিয়েছে তার অভিনয়। তবে তার পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন সকলে, বলিউডে যেখানে লাখ থেকে কোটিতে আয় করছে, সেখানে অভিনেতা নামমাত্র আয়ে এই কাজ করছেন। আসলে টাকার পিছনে কোনদিনই ছোটেন না জিতেন্দ্র কুমার, অভিনয়েই প্রাণ ঢেলে দেন তিনি। এর আগেও তিনি যে কাজটি করেছিলেন তা দর্শক মহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। তার শেষ মুক্তি পাওয়া ছবি ছিল,‘শুভ মঙ্গল জিয়াদা সাবধান’-এতেও নজর কেড়েছিল তার অভিনয়। তবে এরপরও পারিশ্রমিক বাড়াননি তিনি।

পঞ্চায়েত ২ এর প্রতি পর্বে অভিনয় করার জন্য ৫০ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। মোট আটটি পর্বের জন্য যা পারিশ্রমিক তিনি নিচ্ছেন, তা সবথেকে কম পারিশ্রমিক বলা যায়।

হট লুকে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন দিশা পাটানি