সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলকে চর মারার ঘটনায় পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগের আহবায়ক আব্দর রাজ্জাক রাজাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়। পরে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল এ নিয়ে বুধবার সন্ধ্যায় সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেন।
বুধবার (২৫ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় চড় মাড়ার ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতক্ষদর্শীরা জানায়, সভা শেষে দুপুরে খাওয়ার বিরতির সময় প্যানেল মেয়র আব্দুর রাজ্জাকের সঙ্গে ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. জলিলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান আ. জলিলের গালে চড় মারেন আব্দুর রাজ্জাক। এ নিয়ে সভায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আ. জলিলও পাল্টা চড় মারেন আব্দুর রাজ্জাককে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন পুলিশকে খবর দেন। পুলিশ এসে আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন জানান, জনপ্রতিনিধির এমন ব্যবহার খুবই দুঃখজনক। আইনগতভাবে বিষয়টি ফয়সালা হওয়া উচিৎ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে ঘটনাস্থল থেকে প্যানেল মেয়র আব্দুর রাজ্জাককে থানা হেফাজতে আনা হয়েছে। এরপর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।