বরগুনার বিষখালী নদীতে রিয়াজ নামে একজনের বড়শিতে সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে এক মৎস্য ব্যবসায়ীর কাছে মাছটি ২৩ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা বাজারের বিষখালী নদীর স্লুইসগেট এলাকায় রিয়াজ নামের একজনের বরশিতে মাছটি ধরা পড়ে।
রিয়াজ হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে কালমেঘা বাজারের পাশে স্লুইসগেটে বড়শি পেতে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ বড়শিতে টান দিলে তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। তাৎক্ষণিক বড়শি উঠিয়ে দেখতে পান সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রির জন্য পাশের বাজারে নিয়ে গেলে ব্যবসায়ী রাজু মিয়া এক হাজার টাকা কেজি দরে ২৩ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন।
মৎস্য ব্যবসায়ী মো. রাজু মিয়া জানান, তিনি এক হাজার টাকা কেজি দরে সাড়ে ২৩ কেজি ওজনের পাঙাশ মাছটি ক্রয় করে রাখেন। মাছটি দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় মাছটি দেড় হাজার টাকা কেজি দরে বিক্রির আশা তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।