বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবচেয়ে সস্তার স্মার্টফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এ০৫। সম্প্রতি ভারতের বাজারে এই ফোনের বিক্রি শুরু হয়েছে। সাশ্রয়ী দামের ফোন হলেও ক্যামেরা সেটআপও থাকছে এই ফোনে।
ডিভাইসটির প্রাইমারি সেন্সর হিসেবে একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হচ্ছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হচ্ছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ডুয়াল-সিম সাপোর্টেড এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ৬০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে ডিসপ্লেটি। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হতে পারে একটি মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপসেটের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
চমৎকার ক্যামেরা সেটআপও থাকছে এই স্যামসাং ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হচ্ছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হচ্ছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে স্যামসাং গ্যালাক্সি এ০৫ মডেলে। এই ব্যাটারি ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ব্ল্যাক, সিলভার ও লাইট গ্রিন এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। ফোনটির দাম ভারতে মাত্র ১২ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।